1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

মোল্লাহাটে বর্ণাঢ্য আয়োজনে কাব কার্নিভাল ২০২৫ উদযাপন

পলাশ, বাগেরহাট প্রতিনধি
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫

সারাদেশের মতো বাগেরহাটের মোল্লাহাট উপজেলাতেও বাংলাদেশ স্কাউটস, প্রাথমিক বিভাগের উদ্যোগে কাব কার্নিভাল ২০২৫ উদযাপন করা হয়েছে। সোমবার (২৩ জুন) মোল্লাহাট সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী এ বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সূচনা হয় গ্র্যান্ডিয়েল ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। কাব কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস মোল্লাহাট উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সহ-সভাপতি আসাদুল কবির এলটি, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস এবং মোল্লাহাট উপজেলা স্কাউটস-এর কমিশনার এস এম ফরিদ আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা স্কাউটস-এর সম্পাদক রমেশচন্দ্র খান, বাগেরহাট জেলা স্কাউটসের সহ-সভাপতি এস এম ইকরামুল কবির, উপজেলা স্কাউটসের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউনিট লিডার, শিক্ষার্থী এবং অভিভাবকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট