পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার বালিপাড়া ইউনিয়ন আলীম মাদরাসা সংলগ্ন খালের ওপর নির্মিত কাঠের পুলটি মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছেছে। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাব, কাঠ পচে যাওয়া এবং কাঠামো দুর্বল হয়ে পড়ায় পুলটি হেলে গেছে। যে কোনো মুহূর্তে এটি সম্পূর্ণভাবে ধসে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, প্রতিদিন শতাধিক মাদরাসা শিক্ষার্থীসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ এই পুলের ওপর নির্ভর করে চলাচল করেন। পুলটির বেশ কয়েকটি অংশ ভেঙে গেছে, কাঠ নরম হয়ে গেছে এবং মাঝখানে বড় ফাঁক তৈরি হয়েছে। ফলে প্রতিদিনই দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
মাদরাসা কর্তৃপক্ষ বলেন, “পুলটি এখন সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। দ্রুত সংস্কার না করা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। শিক্ষার্থীদের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে রয়েছে।”
স্থানীয় ইউনিয়নবাসীর দাবি, দ্রুত এই পুলটি মেরামত বা নতুনভাবে নির্মাণ না করলে এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হবে, বিশেষ করে মাদরাসার শিক্ষার্থীদের জন্য এটি বড় সমস্যায় রূপ নেবে।
ভুক্তভোগীরা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।









Leave a Reply