
মহান বিজয় দিবস উপলক্ষে নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য প্যারেড ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। ডিসপ্লেতে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্যানুষ্ঠানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা, প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।
এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে তিনদিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে, যা ১৮ ডিসেম্বর শেষ হবে। পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply