ঢাকা ও বেইজিংয়ের মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) চীনের রাজধানী বেইজিংয়ে দুই দেশের মধ্যে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
১. ক্লাসিক সাহিত্য অনুবাদ ও প্রকাশনা
2. সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বিনিময় ও সহযোগিতা
3. সংবাদ ও গণমাধ্যম বিনিময়
4. ক্রীড়া খাতে সহযোগিতা
5. স্বাস্থ্য খাতে সহযোগিতা
এর আগে, শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূস ২৬ মার্চ চারদিনের সফরে চীনে গেছেন।