
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার উন্নয়নের অংশ হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং স্কুলের পরিবেশ উন্নয়নে গাছের চারা রোপণ কর্মসূচি পালন করেছেন অস্ট্রেলিয়া বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান।
বৃহস্পতিবার সকালে কচুয়া উপজেলার রাগদৈল ইমাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও রাগদৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে খাতা, কলম ও লিফলেট বিতরণ করা হয়। শিক্ষকদের জন্য দেওয়া হয় ডায়েরি ও কলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান বলেন, “আমার নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ ও ২৫ নম্বর দফার বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষা ও পরিবেশ উন্নয়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতে কচুয়াবাসীর সহযোগিতায় সংসদ সদস্য নির্বাচিত হলে ছাত্র-শিক্ষক-অভিভাবকসহ সকল শ্রেণী-পেশার মানুষের মতামতের ভিত্তিতে কচুয়াকে এগিয়ে নিতে কাজ করব।”
রাগদৈল ইমাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল খায়ের, মো. জাহাঙ্গীর আলম মোল্লা, বিদ্যালয়ের অভিভাবক সদস্য ফারুক হোসেন ফখরুল, খোরশেদ আলম, কাজী জামাল হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply