
যশোরে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে জেলার প্রাচ্য সংঘ একাডেমি হলরুমে ‘দ্বীন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বান’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের খুলনা বিভাগীয় আমির তানভীর আহমেদ। তিনি বলেন, চলমান মানবরচিত ব্যবস্থা মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে। ব্রিটিশদের চাপিয়ে দেওয়া রাজনীতি, অর্থনীতি ও বিচার ব্যবস্থা মানুষের ঈমান, শান্তি ও সম্প্রীতি নষ্ট করেছে। এই ব্যবস্থার পরিবর্তন না হলে মানুষের মুক্তি সম্ভব নয়। তিনি রাষ্ট্রীয় জীবনে আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠার দাবি জানিয়ে বলেন, একমাত্র আল্লাহর বিধানই সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে হেযবুত তওহীদের খুলনা অঞ্চলের আমির শামসুজ্জামান মিলন বলেন, একটি ব্যর্থ ব্যবস্থা জোর করে মানুষের ওপর চাপিয়ে রাখা হয়েছে। মানুষ চলমান ব্যবস্থার পক্ষে নাকি আল্লাহর বিধানের পক্ষে—এই প্রশ্নে গণভোট আয়োজনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে জনগণের সামনে বিকল্প ব্যবস্থা বেছে নেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানান।
যশোর জেলা হেযবুত তওহীদের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন খুলনা বিভাগীয় দপ্তর সম্পাদক রাকিব হাসান, বিভাগীয় রাজনৈতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক ফিরোজ মেহেদী, যশোর জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক ডা. জাহিদ হাসান জনি এবং জেলা নারী বিষয়ক সম্পাদক ফারহানা আক্তার ইলা।
সভা শেষে যশোর জেলা হেযবুত তওহীদের নবগঠিত কমিটি ঘোষণা করেন খুলনা বিভাগীয় আমির তানভীর আহমেদ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply