সরকারিভাবে শপথ না নেওয়ার ঘোষণা দিয়েই নিজ উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ‘মেয়র’ হিসেবে কার্যক্রম শুরু করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার (১৬ জুন) ডিএসসিসির নগর ভবনের কনফারেন্স রুমে তিনি নিজেকে ‘মাননীয় মেয়র’ পরিচয়ে প্রথমবারের মতো এক সভায় অংশ নেন।
সভার আয়োজন করা হয় ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের জন্য। আয়োজকদের দাবি, পরিচ্ছন্ন ঢাকা গড়ে তোলা এবং নাগরিক সেবার উন্নয়ন নিশ্চিত করতেই এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভার ব্যানারে ইশরাক হোসেনের নামের সঙ্গে উল্লেখ ছিল—‘মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’। সভায় তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানাতে দেখা গেছে কয়েকজন অংশগ্রহণকারীকে।
এর আগে রোববার তিনি ঘোষণা দেন, জনগণের জরুরি সেবা চালু রাখতে তিনি ডিএসসিসির বিভিন্ন দপ্তরে কাজ চালিয়ে যাবেন এবং নগর ভবনের প্রধান ফটকে তালা থাকবে। সোমবার সকাল থেকেই নগর ভবনের সামনে তার সমর্থকেরা অবস্থান নেয়। পরে বেলা ১১টার দিকে সেখানে উপস্থিত হন ইশরাক।
সভায় অংশ নিয়ে ইশরাক হোসেন জানান, নাগরিকদের জরুরি সেবা নিশ্চিত করতে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে তিনি সমন্বয় করবেন। একইসঙ্গে তিনি সাংবাদিকদের জানান, দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
এর আগেও ইশরাক হোসেন বলেছিলেন, সরকার তাকে মেয়র হিসেবে শপথ গ্রহণের সুযোগ না দিলে তিনি নিজেই জনগণ ও সমর্থকদের সঙ্গে নিয়ে সেই প্রক্রিয়া সম্পন্ন করবেন।