1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন

ঢাবির কাজী মোতাহার হোসেন ভবনের সামনে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কাজী মোতাহার হোসেন ভবনের সামনে থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সোমবার (১৬ জুন) সকাল ৯টার দিকে ভবনের সামনে একটি গাছের নিচে পাওয়া যায় এসব বস্তুন।

ঢাবির সহকারী প্রক্টর (আইন অনুষদ) ড. এনামুল হক সজিব জানান, সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা ভবনের সামনে গাছতলায় দুটি ওয়ানটাইম বক্সে ককটেল সদৃশ বস্তু দেখতে পান। পরে তারা শাহবাগ থানা পুলিশ ও বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিলে সংশ্লিষ্ট টিম ঘটনাস্থলে গিয়ে এগুলো উদ্ধার করে।

উদ্ধার করা বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করে বোম্ব ডিসপোজাল ইউনিট নিশ্চিত করে যে, এগুলো অবিস্ফোরিত ককটেল। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট