রাজধানীর চাঁদনি চক মার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে হেনস্তা ও হত্যাচেষ্টার অভিযোগে নিউ মার্কেট থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
সোমবার (২৬ মে) রাতে ঘটনাটি ঘটে। দরদাম নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শিক্ষার্থীর সঙ্গে দোকানির বাগবিতণ্ডা হয় এবং তাকে হেনস্তা করা হয় বলে অভিযোগ ওঠে।
পরে ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীরা ঘটনাস্থলে গেলে, দোকানিরা সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন দুই শিক্ষার্থী, যাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আরও ১০-১২ জন আহত হন।
ঘটনার পর পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও ৫০-৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে নিউ মার্কেট থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর পুলিশ তিনজনকে গ্রেফতার দেখায়।
নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ জানান, ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে।