শুক্রবার (২৮ মার্চ) দুপুরে মিয়ানমারে শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হানে, যার প্রভাবে কেঁপে ওঠে থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশ। ভূমিকম্পের ফলে মিয়ানমারের অসংখ্য অবকাঠামো ধসে পড়েছে।
বর্তমানে পাওয়া তথ্য অনুযায়ী, মিয়ানমারে অন্তত ২৫ জন ও থাইল্যান্ডে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একটি নির্মাণাধীন ভবন ধসে অন্তত ৪৩ জন আটকা পড়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম খিত তিতের বরাতে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, ভূমিকম্পে মান্দালয় প্রদেশের ফো শিং মসজিদসহ অন্তত চারটি মসজিদ ধসে পড়েছে, যেখানে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে।
একজন উদ্ধারকর্মী বলেন, “আমরা যখন নামাজ পড়ছিলাম, তখন মসজিদটি ধসে পড়ে। তিনটি মসজিদ সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। অনেকে আটকা পড়েছেন, এখন পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যু নিশ্চিত করা গেছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।”
এছাড়া, ভূমিকম্পে মান্দালয়ের ঐতিহাসিক আভা সেতু ও মান্দালয় প্রাসাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তুয়াঙ্গো সিটিতে একটি মঠ ধসে পাঁচজন উদ্বাস্তু শিশু নিহত হয়েছে।
মিয়ানমারে আঘাত হানা প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৭, আর দ্বিতীয়টি ছিল ৬.৪ মাত্রার। ভূমিকম্পের ফলে দেশজুড়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।