1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন

দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত, আতঙ্ক ছড়াল জনমনে

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

রাজধানী ঢাকা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৪টা ৫২ মিনিটের দিকে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারত-বাংলাদেশ সীমান্তে, যার কেন্দ্র ছিল বাংলাদেশের কুমিল্লা শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর এবং ভারতের আগরতলা শহর থেকে ২৬ কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

যদিও ভূমিকম্পটি স্বল্পস্থায়ী ছিল, তবে বিভিন্ন স্থাপনা কেঁপে ওঠে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং নিরাপদে থাকার পরামর্শ দেন।

কুমিল্লা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান জানান, এটি ছিল একেবারেই স্বাভাবিক একটি ভূমিকম্প, এবং এতে কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর ফায়ার সার্ভিস ও অন্যান্য জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, এর আগেও ২৮ মার্চ দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানী ঢাকা ও বাণিজ্যিক নগরী চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ভলকানো ডিসকভারি জানায়, ওই ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৯, যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইন জেলা থেকে ৩৪ কিলোমিটার পশ্চিমে এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট