1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

ভোলার মনপুরায় ভূমিকম্প অনুভূত, কেঁপে ওঠে ঘরবাড়ি ও মসজিদ

ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

ভোলার মনপুরা উপজেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে পুরো দ্বীপজুড়ে বাসা-বাড়ি, মসজিদ, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা কেঁপে ওঠে।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে এই ভূকম্পন অনুভূত হয়। এ সময় অনেক মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন।

মনপুরা উপজেলার ইসলামী আন্দোলনের সভাপতি ও দারুস সুন্নাহ ফজলুল উলুম কওমী মাদ্রাসার মোহতামীম এনায়েত উল্লাহ নুরনবী জানান, ফজরের নামাজ চলাকালে হঠাৎ পুরো মসজিদ কাঁপতে থাকে। একই অভিজ্ঞতার কথা জানান হাজিরহাট মার্কাজ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো. ইউসুফ।

স্থানীয় সাংবাদিক সজিব মোল্লা ও মো. রাকিব বলেন, ভোরে ভূকম্পনের সময় বাসা-বাড়ি কাঁপতে থাকে। মাদ্রাসা রোড এলাকার বাসিন্দা আয়শা ছিদ্দিকা বিথী, হুমায়ার আবদুল্লাহ, আকলিমা, মোস্তাফিজ, সাউদা, নুসাইবা ও আরওয়া জানান, ঘরের আসবাব নড়াচড়া করে এবং পুকুরের পানি টলমল করতে দেখা যায়।

প্রাথমিকভাবে জানা গেছে, ভারতের মনিপুর ও আসামসহ আশপাশের এলাকায় ভূমিকম্পের প্রভাবে ভোলার মনপুরা উপকূলে এই কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের মে মাসে ভারতের মনিপুরে সংঘটিত ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের প্রভাবেও ভোলার মনপুরাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছিল।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!