1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন

নগরবাসীর জন্য ঈদ আনন্দ মিছিল ও বিশেষ আয়োজন

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫

ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিল আয়োজনের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, নগরবাসীর মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে। এছাড়াও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে (বাণিজ্য মেলার পুরাতন মাঠ) ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের নামাজ শেষে মাঠে মেলা আয়োজনসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হবে এবারের ঈদুল ফিতর। নামাজ শেষে এক আনন্দঘন ও বর্ণাঢ্য ঈদ মিছিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, যেখানে ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে আনন্দ উদযাপন করা হবে।

ঈদ মিছিলটি ঈদের জামাতের স্থান থেকে শুরু হয়ে সংসদ ভবনের সামনে এসে শেষ হবে। নতুন বাংলাদেশে, নতুনভাবে সবার মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্যই এই বিশেষ উদ্যোগ।

নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করবে। প্রিয় নগরবাসী, আপনাদের সবাইকে ঈদ মিছিলে শামিল হতে দাওয়াত ও নিমন্ত্রণ জানাচ্ছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!