
ঢাকার নিউ মার্কেট ও ধানমন্ডি এলাকায় রোববার রাত ১৭ নভেম্বর বিস্ফোরণের শব্দ শুনেছে পুলিশ। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে; সেই প্রেক্ষাপটেই রাজধানীর এই দুটি এলাকায় নতুন করে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
রাত ১০টার পর নিউ মার্কেটের চন্দ্রিমা মার্কেট গেটের পাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনার বিষয়টি নিশ্চিত করেছেন নিউ মার্কেট থানার ওসি মাহফুজুল হক। তিনি বলেন, কয়েকটি ‘বাজি ফোটানোর মতো’ শব্দ শোনা গেছে, তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর রোডেও একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছে পুলিশ। মোহাম্মদপুর থানার ওসি রফিক আহমেদ জানান, ঘটনাটি ধানমন্ডি থানার এলাকায় হলেও কাছাকাছি থাকা পুলিশ সদস্যরা শব্দ শুনে ধাওয়া দিলে সন্দেহভাজনরা পালিয়ে যায়।
সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেয়। একই মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘিরে সোমবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ডাক দেয় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply