ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপিত হতে যাচ্ছে বাংলা নববর্ষ ১৪৩২। নতুন বছরকে বরণ করে নিতে চারুকলা অনুষদের প্রস্তুতি প্রায় সম্পন্ন। আগামীকাল সোমবার সকাল ৯টায় শুরু হবে নববর্ষের আনন্দ শোভাযাত্রা।
শোভাযাত্রার জন্য তৈরি করা ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ পুড়ে যাওয়ার পর তা নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। চারুকলার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা একসঙ্গে কাজ করে এটি পুনরায় তৈরি করছেন।
গতকাল শনিবার রাতেই থার্মোকল বা শোলা ব্যবহার করে নতুন মুখাকৃতি নির্মাণের কাজ শুরু হয়। আজ রোববার রাত সাড়ে ১০টা পর্যন্ত বেশির ভাগ কাজ শেষ হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের মধ্যেই পুরো কাজ সম্পন্ন হবে। নতুনভাবে তৈরি এই মোটিফটির উচ্চতা হবে ১৬ ফুট।