বার্সেলোনা তিন মৌসুম পর কোপা দেল রের ফাইনালে উঠেছে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে। ২০১৩-১৪ মৌসুমের পর প্রথমবারের মতো শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বার্সা-রিয়াল মাদ্রিদ।
বুধবার (২ এপ্রিল) রাতে ওয়ান্দা মেত্রোপলিতানোয় ফিরতি লেগে ফেররান তোরেসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় বার্সা। দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে ফাইনালে পৌঁছে যায় হান্সি ফ্লিকের দল।
প্রথম লেগের ৪-৪ ড্রয়ের পর দ্বিতীয় লেগে ২৭ মিনিটেই গোল পেয়ে যায় বার্সেলোনা। ম্যাচে ১৫ শটের ৫টি লক্ষ্যে রাখলেও আতলেতিকো ৬ শটের একটিও লক্ষ্যে রাখতে পারেনি। এই জয়ে বার্সা সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচ অপরাজিত থেকে লা লিগার শীর্ষে রয়েছে।
কাকতালীয়ভাবে, কোপার দুই সেমিফাইনালের ফলই মিলে গেছে। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে প্রথম লেগে ১-০ ব্যবধানে জিতে ফিরতি লেগে ৪-৪ ড্র করে রিয়াল মাদ্রিদ। অ্যাগ্রিগেটে ৫-৪ ব্যবধানে ফাইনালে উঠে তারা।
২৬ এপ্রিল ফাইনালে এল ক্লাসিকোতে মুখোমুখি হবে রিয়াল-বার্সা।