1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন

বিবিসির সাবেক সদর দফতর ‘হেলিওস’ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

লন্ডনের হোয়াইট সিটিতে অবস্থিত ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাবেক সদর দফতর ‘হেলিওস’ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোররাত প্রায় ৩টার দিকে এ আগুন লাগে।

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ১৫টি ফায়ার ইঞ্জিন ও প্রায় ১০০ দমকলকর্মী কাজ করছে। হ্যামারস্মিথ, নর্থ কেনসিংটন, কেনসিংটন ও চিসউইক স্টেশন থেকে বিশেষায়িত দমকল দল ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা মোকাবিলায় দুটি ৩২ মিটার উচ্চতার টার্নটেবল ল্যাডারকে পানির টাওয়ার হিসেবে ব্যবহার করে ভবনের উপরের অংশে পানি ছিটানো হচ্ছে।

আগুন মূলত ভবনের উপরের তলায় ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকটি ফ্ল্যাট, একটি রেস্তোরাঁ, বহিরাগত ডেকিং ও ডাক্টিং ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতির পূর্ণ চিত্র এখনো জানা যায়নি বলে জানিয়েছে লন্ডন ফায়ার ব্রিগেড।

হেলিওস ভবনের ওয়েবসাইট অনুযায়ী, এখানে রয়েছে ১৬২টি ফ্ল্যাট, একটি জিম এবং ৪৭ শয্যার একটি হোটেল। ভবনটি বিবিসির টেলিভিশন সেন্টারের অংশ ছিল, যা ২০১৩ সাল পর্যন্ত বিবিসির প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!