1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, তিন একরজুড়ে ছড়িয়ে পড়েছে আগুন

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫

সুন্দরবনের পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী ক্যাম্প সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন ইতোমধ্যে প্রায় তিন একর জায়গাজুড়ে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলের চারপাশে ফায়ার লাইন কাটা হয়েছে, যেখানে শুকনা পাতা সরিয়ে ও মাটি কেটে নালা তৈরি করা হয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের লাইন স্থাপনের কাজও চলছে।

অগ্নিকাণ্ডের ঘটনাটি লোকালয় থেকে অনেক দূরে এবং গভীর বনাঞ্চলে ঘটায়, দমকলকর্মীদের সেখানে পৌঁছাতে দেরি হচ্ছে। রাত হয়ে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণের কাজে আরও ব্যাঘাত ঘটছে। বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রওয়ানা হয়েছেন, তবে এখনো সেখানে পৌঁছাতে পারেননি।

জিউধারা স্টেশনের কর্মকর্তা মো. ওবায়দুর রহমান জানান, ‘এখন রাত হয়ে গেছে, পথে শুনলাম চারপাশে ফায়ার লাইন কাটা হয়েছে। এ-ও শুনেছি, বনের প্রায় তিন একর জায়গাজুড়ে আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করে যাচ্ছেন।’

শনিবার দুপুর ১২টার দিকে বনের টেপারবিল এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখেন স্থানীয়রা। বিকেল ৩টার দিকে বন বিভাগ নিশ্চিত করে যে সেখানে আগুন লেগেছে। খবর পেয়ে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান, তবে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দাস জানান, ‘আশপাশে পানির কোনো উৎস নেই। খাল থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে গভীর বনে আগুন জ্বলছে। খালে জোয়ার এলে নৌপথে পানির পাম্প নেওয়ার পরিকল্পনা রয়েছে।’

এর আগে, ২০২৪ সালের ৪ মে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায়ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট