1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

পাকিস্তানে মেঘভাঙা বৃষ্টি ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা অন্তত ২০০ জন

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

পাকিস্তানে মেঘভাঙা বৃষ্টি ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা অন্তত ২০০ জনে পৌঁছেছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে খাইবার পাখতুনখোয়ার বুনের, বাজাউর ও বাটগ্রামে

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৫ আগস্ট) কেবল বুনের জেলাতেই ১৫৭ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে গাডেজি তহশিলে ১২০ জন মারা গেছেন। চাঘারজাই এলাকায় একটি ভবন ধসে একই পরিবারের ২২ জন নিহত হয়েছেন। খাইবার পাখতুনখোয়া বিপর্যয় মোকাবিলা এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় শুধু এ প্রদেশেই প্রাণ হারিয়েছেন ১৮৯ জন—যাদের মধ্যে ১৬৩ জন পুরুষ, ১৪ নারী ও ১২ শিশু। হিগুকান্দ ও পীর বাবা এলাকায় বহু নারী-শিশু এখনও আটকা আছেন। এছাড়া বন্যার পানিতে ভেসে গেছে আল মদিনা নামের একটি হোটেল

উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলাকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ পাঁচজন নিহত হয়েছেন। অন্যদিকে পাকিস্তান শাসিত কাশ্মীরে ভূমিধসে আরও আটজন মারা গেছেন। নীলম ও ঝিলম উপত্যকায় প্রায় ৫০০ পর্যটক আটকা পড়েছেন।

দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে জরুরি বৈঠক চলছে। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়াকে ‘বিপর্যস্ত এলাকা’ ঘোষণা করা হতে পারে।

জাতীয় ও প্রাদেশিক দুর্যোগ মোকাবিলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও উদ্ধার কাজে নেমেছে। স্থানীয় প্রশাসন আশঙ্কা করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!