1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন

জরুরি খাদ্য সহায়তা কর্মসূচিতে অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত, বিশ্বজুড়ে ঝুঁকিতে লাখো মানুষ

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) জরুরি খাদ্য সহায়তা কর্মসূচিতে অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্তের ফলে আফগানিস্তান, সিরিয়া, ইয়েমেনসহ ১১টিরও বেশি দরিদ্র ও যুদ্ধবিধ্বস্ত দেশে খাদ্য সহায়তার ওপর নির্ভরশীল লাখ লাখ মানুষের জীবন হুমকির মুখে পড়বে।

সোমবার (৭ এপ্রিল) এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানায় ডব্লিউএফপি। সংস্থাটি জানায়, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ ঝুঁকিতে থাকা কোটি মানুষের জন্য কার্যত মৃত্যুদণ্ডের শামিল।

বিশ্ব খাদ্য কর্মসূচির একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপি-কে জানান, দীর্ঘদিনের সহিংসতায় ক্ষতিগ্রস্ত এসব দেশের মানুষ বেঁচে থাকার জন্য সরাসরি এই খাদ্য সহায়তার ওপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্র এতদিন পর্যন্ত এই কর্মসূচির সবচেয়ে বড় দাতা দেশ হিসেবে কাজ করে আসছিল।

ডব্লিউএফপি জানায়, তারা জীবন রক্ষাকারী এই কর্মসূচির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং অতীতের অবদানের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দাতা দেশকে ধন্যবাদ জানিয়েছে। সংস্থার প্রধান সিন্ডি ম্যাককেইন এই কাটছাঁটকে ‘বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি’ বলে উল্লেখ করেছেন।

মানবিক সহায়তাদানকারী গোষ্ঠীগুলোর মতে, এই অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত বিশ্বব্যাপী সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীগুলোকে চরম বিপদের মুখে ফেলেছে। বর্তমানে এই জনগোষ্ঠীর অনেকেই বেঁচে থাকার জন্য একমাত্র ভরসা হিসেবে ডব্লিউএফপি-র খাদ্য সহায়তার ওপর নির্ভরশীল।

যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা আগেই আশ্বাস দিয়েছিলেন যে জরুরি খাদ্য ও জীবন রক্ষাকারী সহায়তা থেকে বাজেট কমানো হবে না, তবুও সোমবার পর্যন্ত মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট