
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে শিয়াল ওঠে আসায় ঢাকাগামী ইউএস–বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের উড্ডয়ন ২৬ মিনিট বিলম্বিত হয়। বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উড্ডয়নের প্রস্তুতির সময় পাইলট নিয়ন্ত্রণ টাওয়ারে জানান যে রানওয়েতে কিছু নড়াচড়া দেখা যাচ্ছে। পরে কর্তৃপক্ষ রানওয়েতে একটি শিয়াল দেখতে পায়। দ্রুত ব্যবস্থা নেওয়ার পর প্রাণীটি রানওয়ে থেকে সরানো হয়।
উড়োজাহাজটির নির্ধারিত উড্ডয়ন সময় ছিল সকাল ১১টা ৪০ মিনিট। তবে শিয়াল সরিয়ে নিরাপত্তা নিশ্চিত করার পর বিমানটি দুপুর ১২টা ৬ মিনিটে উড্ডয়ন করে।
বিমানবন্দরের মুখপাত্র প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, নিয়ম অনুযায়ী উড্ডয়নের আগে রানওয়ে গাড়ি দিয়ে পরিদর্শন করা হয়েছিল এবং সেটি ‘ক্লিয়ার’ ঘোষণা করা হয়। কিন্তু শেষ মুহূর্তে পাশের জঙ্গল থেকে একটি শিয়াল দ্রুত রানওয়েতে উঠে আসে।
তিনি আরও বলেন, runway-এর দু’পাশে জঙ্গল থাকায় কুকুর ও শিয়ালসহ বন্যপ্রাণী ঢুকে পড়ার ঝুঁকি থাকে। এ ধরনের প্রাণী যাতে রানওয়েতে প্রবেশ করতে না পারে, সেজন্য নিয়মিত অভিযান চালানো হয় এবং সিটি করপোরেশনের সহায়তায় কুকুর ধরে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি উড্ডয়ন ও অবতরণের আগে বাড়তি নিরাপত্তা হিসেবে আরেক দফা রানওয়ে পরিদর্শন করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply