
মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ,বামনা উপজেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর’২৫) বিকাল ৪.৩০ টায় এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরগুনা-২ (বামনা,বেতাগী,পাথরঘাটা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সভাপতি জননেতা মুফতী মিজানুর রহমান কাসেমী। তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

বক্তব্যে তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে।”
র্যালিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার সভাপতি হাজী আব্দুস সোবহান খান, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। জাতীয় পতাকা ও বিজয় দিবসের ব্যানার হাতে নিয়ে নেতাকর্মীরা দেশাত্মবোধক স্লোগানে র্যালিকে মুখরিত করে তোলেন।
র্যালি শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দেশপ্রেম, ন্যায়বিচার ও আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply