বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে তেলের দাম স্বয়ংক্রিয় পদ্ধতিতে সমন্বয় করা হচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে জুন মাসের জন্য জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলের দাম লিটারপ্রতি ২ টাকা কমিয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে। অকটেন ও পেট্রোলের দাম লিটারপ্রতি ৩ টাকা করে কমিয়ে যথাক্রমে ১২২ টাকা ও ১১৮ টাকা করা হয়েছে।
শনিবার (৩১ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। আগামীকাল রোববার (১ জুন) থেকে নতুন মূল্য কার্যকর হবে।