1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলি হামলায় আরও অর্ধশতাধিক নিহত

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫০,৭০০ জনে। সোমবার (৭ এপ্রিল) এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

দেইর আল-বালাহর বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশের পর মধ্য গাজায় নতুন করে ব্যাপক বোমাবর্ষণ চালানো হয়। এতে একজন সাংবাদিকসহ বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন।

রোববার গাজায় এক দিনে নিহত হন ৫০ জনের বেশি। আনাদোলু জানিয়েছে, গাজার আল-নাখিল স্ট্রিটে গোলাবর্ষণে আট শিশুসহ ১০ জন নিহত হন।

অন্য হামলাগুলোতে—

  • দেইর আল-বালাহে ৫ জন

  • শুজাইয়ায় ৩ জন

  • জেইতুন পাড়ায় ২ জন

  • জাবালিয়ার সালাম পাড়ায় ৪ জন

  • খান ইউনিসে ৮ জন নিহত হন।

এছাড়াও বহু আহতের খবর পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট