ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে ৭ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রোববার (১৩ এপ্রিল) উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় একটি আবাসিক ভবন ভেঙে পড়ে। ইন্দোনেশিয়ান হাসপাতালের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, বিকেলবেলা ওই বাড়িতে চালানো হামলায় এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে রয়েছেন দুইজন নারী।
এই মর্মান্তিক ঘটনার মধ্যেও একটি আশার আলো হলো আলা মানুন নামে ৭ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর জীবন রক্ষা। ধসে পড়া ভবনের নিচে আটকে পড়া মানুনকে উদ্ধার করেন স্থানীয় স্বেচ্ছাসেবীরা। স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি হতবাক হয়ে যান— যেন বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি এখনো জীবিত।
তবে হাসপাতালেই তাকে জানানো হয়, একই হামলায় তার স্বামী, ছোট মেয়ে ও মা নিহত হয়েছেন। তার আরও দুই মেয়ে, যাদের বয়স ৪ ও ৭ বছর, আহত হয়েছে। এই সংবাদ শুনে মানুন কান্নায় ভেঙে পড়েন।
ইন্দোনেশিয়ান হাসপাতালে দায়িত্বরত এক চিকিৎসক জানান, মানুনের গোড়ালি ভেঙে গেছে, তবে তার অবস্থা স্থিতিশীল। গর্ভে থাকা সন্তানের বিষয়ে নিশ্চিত হওয়ার মতো কোনও স্ক্যানার মেশিন জাবালিয়ায় নেই। তাই চিকিৎসকরা তার সন্তানের অবস্থা আন্দাজের ওপরই নির্ভর করছেন।
ইসরায়েলি হামলায় প্রতিনিয়ত প্রাণহানির পাশাপাশি মানবিক সংকটও গভীর থেকে গভীরতর হয়ে উঠছে গাজায়। এই ঘটনায় তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।