1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

কানাডার তুষারশুভ্র আবহাওয়ায় নুসরাত ফারিয়া–জায়েদ খান, স্টাইলিশ লুকে নায়িকার ঝলক

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নানা সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও বর্তমানে তিনি দেশ নয়, বেশি সময় কাটাচ্ছেন বিদেশে। মাস কয়েক আগে ঢাকায় ফিরলেও এখন কানাডায় অবস্থান করছেন এই নায়িকা। বড়দিন ও বছরের শেষ সময়টা ছুটির আমেজেই কাটছে তার।

কানাডার টরোন্টো থেকে শুরু করে ওটায়ার তুষারশুভ্র পরিবেশে ঘুরে বেড়াচ্ছেন নুসরাত ফারিয়া। এ ভ্রমণে তার সঙ্গী হিসেবে দেখা গেছে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খানকে।

এরই মধ্যে নায়িকার এক স্টাইলিশ লুক ভক্তদের দৃষ্টি কেড়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেন নুসরাত ফারিয়া। ওটায়া থেকে শেয়ার করা ছবিগুলোতে তাকে দেখা যায় খানিকটা উষ্ণ ও গ্ল্যামারাস অবতারে—অফ-শোল্ডার কালো গাউন, খোলা চুলে নায়িকার এই লুক ভক্তদের মুগ্ধ করেছে। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “সবচেয়ে সুন্দরভাবে বছরটি শেষ করছি।”

এদিকে, কানাডা সফরের আনন্দঘন মুহূর্তগুলোতে নুসরাত ফারিয়ার সঙ্গী হয়েছেন জায়েদ খান। বড়দিন ও নতুন বছরের উৎসব তারা একসাথেই উদযাপন করছেন। ওটায়া থেকে প্রকাশিত একটি ছবিতে দুই তারকাকে এক ফ্রেমে দেখা যায়। ছবিতে জায়েদ খানকে কালো লম্বা কোট, মাথায় ব্যান্ডানা ও সানগ্লাস পরা অবস্থায় দেখা যায়, হাতে ছিল ফুলের তোড়া। তার পাশে কালো শীতের পোশাকে হাস্যোজ্বল নুসরাত ফারিয়া।

আগামীকাল শনিবার (২৭ ডিসেম্বর) ওটায়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারে তাদের একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। এ অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে নুসরাত ফারিয়া নিজেই সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। বিদেশের মাটিতে দুই তারকার একসঙ্গে ঘোরাঘুরি ও বছর শেষের উদযাপনের মুহূর্তগুলো ইতোমধ্যেই আলোচনায় এসেছে।

অন্যদিকে, চিত্রনায়ক জায়েদ খানও দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন। সেখানে তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নিয়মিত একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!