1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন

আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’ (গুগল ওয়ালেট)। মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই সেবার উদ্বোধন করেন।

গুগলের সঙ্গে অংশীদার হয়ে সেবাটি চালু করেছে সিটি ব্যাংক, যেখানে সহযোগী হিসেবে রয়েছে মাস্টারকার্ড ও ভিসা।

এই সেবার মাধ্যমে সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা কোনো বাড়তি ফি ছাড়াই অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে বিশ্বের যেকোনো পয়েন্ট-অফ-সেল (POS) টার্মিনালে লেনদেন করতে পারবেন। এতে কার্ড বহনের প্রয়োজন হবে না এবং টোকেনাইজেশন প্রযুক্তি ব্যবহারের ফলে গ্রাহকের মূল তথ্য নিরাপদ থাকবে।

সিটি ব্যাংকের সিইও মাসরুর আরেফিন বলেন, “এটি দেশের ডিজিটাল অর্থনীতির পথে একটি বড় অগ্রগতি, যা গ্রাহকবান্ধব এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!