1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন

২৯ এপ্রিলের মধ্যে সৌদি আরব ছাড়তে হবে ওমরাহযাত্রীদের

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

চলতি বছর পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে এখনও সৌদি আরবে অবস্থানরত বিদেশি মুসল্লিদের আগামী ২৯ এপ্রিলের মধ্যে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (৭ এপ্রিল) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ১ জিলকদ (২৯ এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া বার্ষিক হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া জানানো হয়েছে, ১৫ শাওয়াল (১৩ এপ্রিল) পর্যন্ত ওমরাহ যাত্রীরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। এরপর আর কেউ ওমরাহর জন্য প্রবেশ করতে পারবে না।

মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, নির্ধারিত সময়সীমা অতিক্রম করে সৌদি আরবে অবস্থান করলে, তা আইনগত লঙ্ঘন হিসেবে গণ্য হবে। ওমরাহ সংস্থাগুলোকেও নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানার কথাও জানিয়েছে মন্ত্রণালয়।

প্রসঙ্গত, হজ মৌসুমে প্রায় ২০ লাখেরও বেশি মুসল্লি পবিত্র মক্কা ও মদিনায় সমবেত হন। এই সময় নির্বিঘ্ন হজ পরিচালনার জন্য ওমরাহকারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি ত্যাগ করতে বলা হয়ে থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট