1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

হজ শেষে আজ থেকে শুরু ফিরতি ফ্লাইট, চলবে ১০ জুলাই পর্যন্ত

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

আজ মঙ্গলবার (১০ জুন) থেকে শুরু হয়েছে ২০২৫ সালের হজ পালন শেষে হাজিদের ফিরতি ফ্লাইট। এ কার্যক্রম চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

চলতি বছর হজের আনুষ্ঠানিকতা শুরু হয় ৪ জুন, যখন হাজিরা মিনায় পৌঁছান। এরপর ৫ জুন তাঁরা আরাফাতের ময়দানে অবস্থান করেন এবং হজের মূল আনুষ্ঠানিকতা পালন করেন। ৬ জুন পশু কোরবানি ও শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের মাধ্যমে হজের প্রধান কার্যক্রম সম্পন্ন হয়। পরে হাজিরা বিদায়ী তাওয়াফ ও সাঈর মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ করেন।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি হজ মৌসুমে তাপজনিত রোগের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তাদের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এবার তাপজনিত রোগ ৯০ শতাংশ কমে গেছে। এমনকি আইসিইউ বা হাসপাতালে ভর্তির প্রয়োজনীয়তাও উল্লেখযোগ্যভাবে কম ছিল।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন মুসল্লি হজ পালনে সৌদি আরবে গিয়েছিলেন। তাদের যাত্রা শুরু হয়েছিল ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইটটি গিয়েছিল ৩১ মে। তবে দুঃখজনকভাবে, এদের মধ্যে ১৯ জন হজ পালনরত অবস্থায় সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!