আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত রিপোর্ট প্রসিকিউশনের হাতে এসেছে। প্রতিবেদনে একাধিকবার অপরাধ প্রমাণে তথ্য-প্রমাণ মিলেছে, ফলে পার পাওয়ার সুযোগ নেই।
বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এ কথা জানান।
চিফ প্রসিকিউটর বলেন, “চূড়ান্ত তালিকা পেলে আমরা ব্যবস্থা নেব, তবে খসড়া তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই ফরমাল চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে।”
এর আগে, ২৭ মার্চ তিনি জানান, ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুলে পাঁচজনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদনের খসড়া প্রসিকিউশনের হাতে এসেছে, যা ঈদের পর ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
গত ২ অক্টোবর, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ৫ আগস্ট চাঁনখারপুলে গণহত্যা ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে দশম শ্রেণির ছাত্র আনাস হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়।