
‘শান্তি চুক্তি’ ভেঙে ফের সংঘর্ষে জড়িয়েছে রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, সকাল ৯টার দিকে ল্যাবএইড হাসপাতালের পেছনের সড়কে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আকস্মিক উত্তেজনা দেখা দেয়। ঢাকা কলেজের আট–দশজন শিক্ষার্থী লাঠি হাতে আইডিয়াল কলেজের কয়েকজন ছাত্রকে ধাওয়া দিলে প্রথম দফা সংঘর্ষ শুরু হয়। দ্রুত ঘটনাস্থলে থাকা নিউমার্কেট থানা পুলিশ উভয় পক্ষকে নিজ নিজ ক্যাম্পাসে ফিরিয়ে নেয়। এ সময় আইডিয়াল কলেজের একজন শিক্ষার্থীকে থানায় নেওয়া হলেও তার পরীক্ষার বিষয়টি বিবেচনায় তাকে কলেজ অধ্যক্ষের কাছে হস্তান্তর করা হয়।
পরে সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী হামলা চালালে ঢাকা কলেজের কয়েকজন ছাত্র আহত হয়। খবরটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়তেই ঢাকা কলেজের দেড় শতাধিক শিক্ষার্থী লাঠি ও স্ট্যাম্প নিয়ে আইডিয়াল কলেজের সামনে জড়ো হয়ে প্রতিপক্ষকে আক্রমণ করে। মুহূর্তেই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
সংঘর্ষ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী দুটি সাউন্ড গ্রেনেড ও পাঁচটি টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।
বর্তমানে পরিস্থিতি অনেকটা স্থিতিশীল। ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেলেও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এখনো সেন্ট্রাল রোড এলাকায় অবস্থান করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply