1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ১২:০৭ অপরাহ্ন

নবীনগরে হেফাজতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে নেতাকর্মীরা দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন।

১৫ ফেব্রুয়ারির কাউন্সিল অধিবেশনে উত্তেজনার কারণে কমিটির নাম তখন ঘোষণা না হলেও, ২৩ এপ্রিল এক সংবাদ সম্মেলনে মাওলানা আমিরুল ইসলাম নিজেকে নবীনগর শাখার সভাপতি হিসেবে দাবি করেন। তিনি জানান, অধিবেশনে ৯৭ শতাংশ ভোটে তাকে পুনর্নির্বাচিত করা হয়, কিন্তু মেহেদী হাসানের বাধার কারণে কমিটি ঘোষণা স্থগিত হয়।

অন্যদিকে, মুফতি বেলায়েতুল্লাহকে সভাপতি ও মাওলানা মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক হিসেবে সামাজিক মাধ্যমে নতুন কমিটির নাম প্রচার করছেন তাদের অনুসারীরা।

মেহেদী হাসান দাবি করেন, পরবর্তী সময়ে জেলা ও কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সর্বসম্মতভাবে তাদের নেতৃত্বে কমিটি গঠিত হয় এবং শিগগিরই এ বিষয়ে সংবাদ সম্মেলন করে প্রমাণপত্র উপস্থাপন করা হবে।

জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলী আজ্জম জানান, কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বটে, তবে এখনও আনুষ্ঠানিক কোনো অনুমোদনপত্র দেওয়া হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট