
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ঘোড়ার মাংস পরিবহনের সময় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে দুইজনকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে উপজেলার মেঘাই নৌকা ঘাট এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।
জানা গেছে, যমুনা নদীর চরে গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৮টার দিকে মেঘাই ২য় ঘাট এলাকার নদীর তীরে অভিযান চালানো হয়।
অভিযানে ঘোড়ার মাংস পরিবহনের সঙ্গে জড়িত বগুড়া জেলার গাবতলী থানার বাগবাড়ি গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে জাহিদুলকে ১৫ হাজার টাকা এবং মাংস পরিবহনকারী গাড়ির চালক গাজীপুর জেলার কোনাবাড়ির পেয়ারাবাগান এলাকার মৃত আবুর ছেলে তারেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এছাড়া জব্দকৃত ঘোড়ার মাংস তাৎক্ষণিকভাবে মাটি চাপা দিয়ে বিনষ্ট করা হয়। মোবাইল কোর্টে কাজিপুর থানা পুলিশের একটি দল ছাড়াও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা দিদারুল আহসান উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে অবৈধ পশু জবাই ও মাংস পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply