1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

আইএমএফ প্রতিনিধিদলের ঢাকা সফর শুরু আজ, পর্যালোচনায় ঋণ কর্মসূচির শর্ত

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থছাড়ের আগে শর্ত পর্যালোচনায় আজ শনিবার (৫ এপ্রিল) ঢাকা আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল। এটি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় আইএমএফের দ্বিতীয় উচ্চপর্যায়ের সফর।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইএমএফ দলটি ৬ এপ্রিল থেকে দুই সপ্তাহব্যাপী সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করবে। তাদের আলোচনার পরিধিতে থাকবে অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

সফর শেষে ১৭ এপ্রিল এক সংবাদ সম্মেলনে অংশ নেবে আইএমএফ প্রতিনিধিদল। তার আগে তারা অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গেও বৈঠক করবে।

২০২৩ সালের ৩০ জানুয়ারি আইএমএফের সঙ্গে বাংলাদেশের ঋণ কর্মসূচি শুরু হয়। এ পর্যন্ত তিন কিস্তিতে মোট ২৩১ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ:

  • প্রথম কিস্তি: ৪৭ কোটি ৬৩ লাখ ডলার (২ ফেব্রুয়ারি ২০২৩)

  • দ্বিতীয় কিস্তি: ৬৮ কোটি ১০ লাখ ডলার (ডিসেম্বর ২০২৩)

  • তৃতীয় কিস্তি: ১১৫ কোটি ডলার (জুন ২০২৪)

চতুর্থ কিস্তি ২৩৯ কোটি ডলার এবং পঞ্চম কিস্তি ছাড়ের বিষয়টি এখন শর্ত পূরণের ওপর নির্ভর করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট