1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন

কাশ্মিরে হামলার জেরে পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর উত্তেজনার জেরে পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। ৩০ এপ্রিল নয়াদিল্লি থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়, পাকিস্তানে নিবন্ধিত বা সেখান থেকে পরিচালিত কোনো বাণিজ্যিক বা সামরিক উড়োজাহাজ ২৩ মে পর্যন্ত ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না।

এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বুধবার থেকেই। এর ছয় দিন আগে ভারতীয় এয়ারলাইন্সগুলোর জন্য আকাশসীমা বন্ধ করেছিল পাকিস্তান।

২২ এপ্রিল পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হন। ভারত এ ঘটনায় পাকিস্তানের পরোক্ষ সম্পৃক্ততার অভিযোগ তুলেছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী এক্স প্ল্যাটফর্মে দাবি করেছেন, ভারতের পক্ষ থেকে ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে হামলার আশঙ্কা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট