
পুলিশি হামলার প্রতিবাদে রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা
বেতন গ্রেড বাড়ানোসহ তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আগামীকাল রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে এই কর্মসূচির ঘোষণা দেন শিক্ষকরা।
এর আগে বিকেল ৩টার দিকে শিক্ষকরা তাদের তিন দফা দাবি—দশম গ্রেডে বেতনসহ কাঠামো পুনর্বিন্যাস, পদোন্নতির সুযোগ এবং বৈষম্য নিরসনের দাবিতে শাহবাগ অভিমুখে পদযাত্রা শুরু করেন। তবে শাহবাগে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয় এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে শতাধিক শিক্ষক হতাহত হন বলে জানা গেছে।
শিক্ষকরা অভিযোগ করেছেন, পুলিশ বিনা উসকানিতে তাদের ওপর হামলা চালায়। অন্যদিকে পুলিশ জানায়, শিক্ষকেরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগোতে চাওয়ায় তাদের বাধা দেওয়া হয়।
দিনের শুরুতে সকাল ৯টা থেকে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন। সারা দেশ থেকে আসা হাজারো শিক্ষক সেখানে জড়ো হয়ে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply