1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন

তিন স্তরে ইন্টারনেটের দাম কমছে, মোবাইল কোম্পানিগুলোকেও ছাড়ের আহ্বান

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

দেশজুড়ে তিনটি স্তরে ইন্টারনেটের মূল্য হ্রাসের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। সোমবার ফেসবুক পোস্টে তিনি জানান, ফাইবার অ্যাট হোমের ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে—আইটিসি ও আইআইজি পর্যায়ে ১০% এবং এনটিটিএন পর্যায়ে ১৫% হারে দাম কমানো হচ্ছে।

এর আগে, আইএসপি প্রতিষ্ঠানগুলো ৫০০ টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেট দেওয়ার প্রতিশ্রুতি দেয়। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি আইআইজি ও আইএসপির জন্য ২০% পর্যন্ত ছাড় দেয়।

ফয়েজ আহমদ বলেন, এখন শুধু বাকি রয়েছে মোবাইল অপারেটরদের ইন্টারনেট মূল্য হ্রাসের ঘোষণা। সরকার ইতোমধ্যে তাদের বিডব্লিউডিএম ও ডার্ক ফাইবার সুবিধা দিয়েছে, ফলে মূল্য না কমানোর কোনও যৌক্তিকতা নেই।

সরকার দুই ধরনের ছাড় আশা করছে—এক, মার্চে এসআরও বাড়ানোর ফলে বাড়ানো দাম কমানো; দুই, পাইকারি পর্যায়ে মূল্য হ্রাসের অনুপাতে গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম কমানো।

তিনি আরও বলেন, টেলিটক ইতোমধ্যে ঈদুল ফিতরে ১০% ছাড় দিয়েছে। বাকি বেসরকারি মোবাইল কোম্পানিগুলোরও এখন জাতীয় উদ্যোগে শরিক হওয়ার সময়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট