ইরান-ইসরায়েলের মধ্যে চলমান ভয়াবহ সংঘাতময় পরিস্থিতিতে ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি হটলাইন চালু করেছে তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
রোববার (১৫ জুন) দূতাবাস থেকে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সংকটকালীন পরিস্থিতিতে ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজনে নিম্নোক্ত মোবাইল নম্বরগুলোতে সরাসরি কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হচ্ছে:
+৯৮৯৯০৮৫৭৭৩৬৮ এবং +৯৮৯১২২০৬৫৭৪৫।
দূতাবাস থেকে আরও জানানো হয়, প্রবাসীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং যে কোনো প্রয়োজনে দ্রুত সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে।