1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

আইন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাকের গেজেট প্রকাশ: ইসি সানাউল্লাহ

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের মতামত প্রয়োজন ছিল না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। আদালতের ১০ দিনের বাধ্যবাধকতার কারণেই এই গেজেট প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (৩০ এপ্রিল) নির্বাচন কমিশনের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইসি সানাউল্লাহ। তিনি জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রাপ্ত নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাবের মধ্যে আশু বাস্তবায়নযোগ্য বিষয়ের ওপর কমিশন দ্রুত মতামত দেবে।

তিনি আরও বলেন, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রোহিঙ্গাদের বাদ দেওয়ার কাজ চলছে এবং এনআইডিতে তথ্য পরিবর্তন করা ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেবে কমিশন।

প্রসঙ্গত, ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রায় ৫ বছর পর আদালত মেয়র নির্বাচনের ফল বাতিল করে ২৭ মার্চ বিএনপির ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। রায়ের আলোকে ২৭ এপ্রিল তার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

এ বিষয়ে আইন উপদেষ্টা বলেন, গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হয়নি। অন্যদিকে, ইশরাকের মামলা ও মেয়র পদে ইসির ভূমিকা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!