1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন

ইশরাককে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনে ফের অবস্থান কর্মসূচি

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনে ফের অবস্থান নিয়েছেন তার সমর্থক ও করপোরেশনের কিছু কর্মচারী। রোববার (১৫ জুন) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে পরে ইশরাক হোসেন নিজেও যোগ দেন।

এর আগে, ঈদুল আজহা সামনে রেখে গত ৩ জুন চলমান আন্দোলন সাময়িকভাবে শিথিলের ঘোষণা দিয়েছিলেন ইশরাক। আন্দোলন শিথিলের আগের সময়কালে—১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত—নগর ভবনের সব নাগরিক সেবা কার্যক্রম বন্ধ ছিল। ঈদের ছুটি শেষে আজ প্রথম কর্মদিবসে ফের আন্দোলনে সক্রিয় হয়েছেন ইশরাকের অনুসারীরা।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সেই ফল বাতিলের দাবিতে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।

পরে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ওই নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করে। তবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও তাকে এখনো শপথ পাঠ করানো হয়নি। এই পরিস্থিতিতে তার সমর্থকেরা আবারও নগর ভবনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট