1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন

১৫ বছর পর ঢাকা-ইসলামাবাদে সচিব পর্যায়ের বৈঠক, সম্পর্ক পুনরুজ্জীবনের বার্তা

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সচিব পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং পাকিস্তানের পক্ষে পররাষ্ট্র সচিব আমনা বালুচ নেতৃত্ব দেন।

শুক্রবার (১৮ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবনের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই দেশ রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাগত এবং কৌশলগত সহযোগিতা নিয়ে বিস্তৃত আলোচনা করেছে। উভয় পক্ষ নিয়মিত প্রাতিষ্ঠানিক সংলাপ চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করে।

এছাড়া অমীমাংসিত চুক্তি দ্রুত সম্পন্ন করা, বাণিজ্য, কৃষি, শিক্ষা ও যোগাযোগ খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। পাকিস্তান তাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বাংলাদেশকে শিক্ষাগত সহযোগিতার প্রস্তাব দেয়। অপরদিকে, বাংলাদেশ মৎস্য ও সামুদ্রিক বিদ্যায় পাকিস্তানকে প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়ার আগ্রহ প্রকাশ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট