1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন

১৫ বছর পর ঢাকা-ইসলামাবাদে পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক আজ

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

প্রায় ১৫ বছর পর পররাষ্ট্রসচিব পর্যায়ের কূটনৈতিক বৈঠকে বসছে বাংলাদেশ ও পাকিস্তান। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে দুই দেশের ফরেন অফিস কনসালটেশন (এফওসি)।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাণিজ্য, বিনিয়োগ, কানেকটিভিটি, প্রতিরক্ষা, শিক্ষা, কৃষি, সংস্কৃতি ও খেলাধুলাসহ দ্বিপক্ষীয় সব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। আঞ্চলিক প্ল্যাটফর্ম যেমন সার্ক, ওআইসি, ডি-৮ নিয়েও মতবিনিময়ের সুযোগ রয়েছে।

২০১০ সালে ইসলামাবাদে সর্বশেষ এফওসি এবং ২০০৫ সালে অর্থনৈতিক কমিশনের বৈঠক হয়েছিল। দীর্ঘদিন পর আবার আলোচনা শুরু হওয়ায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের গভীরে যাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হুসেন খান জানিয়েছেন, ইসলামাবাদ ঢাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহী, বিশেষ করে তুলা রফতানিতে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!