1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন

ইসরায়েলের বিমান হামলায় নিহত ইরানের রেভল্যুশনারি গার্ড প্রধান হোসেইন সালামি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫

ইরানের রাজধানী তেহরানসহ আশপাশের এলাকায় ইসরায়েলের চালানো একাধিক বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ জুন) ভোরে রাষ্ট্রীয় টেলিভিশন ও বার্তাসংস্থা জানিয়েছে, রাতভর বিমান হামলায় তেহরানে আইআরজিসি সদর দপ্তর লক্ষ্য করে আঘাত হানে ইসরায়েল, যেখানে উপস্থিত ছিলেন জেনারেল সালামি।

রয়টার্স ও সিএনএনসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো ইতোমধ্যে সালামির মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

২০১৯ সাল থেকে আইআরজিসির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন হোসেইন সালামি। পরমাণু কর্মসূচি, সামরিক কৌশল ও মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক প্রভাব বিস্তারে তিনি ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি।

সালামির মৃত্যুতে ইরানজুড়ে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে। দেশটির সেনাবাহিনী ও বিপ্লবী গার্ড প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর তেহরানের আকাশে ধোঁয়ার ঘন কুণ্ডলী ও আগুন দেখা গেছে।

আইআরজিসি কেবল একটি সামরিক বাহিনী নয়, বরং এটি ইরানের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতারও প্রধান স্তম্ভ। বিবিসির তথ্য মতে, এই বাহিনী ইরানের ইসলামি শাসনব্যবস্থাকে অভ্যন্তরীণ ও বহিরাগত হুমকি থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইসরায়েলের এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট