1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

কুড়িগ্রামে ধারণ করা হলো ‘ইত্যাদি’র নতুন পর্ব: ভাওয়াইয়া সংগীত ও স্থানীয় ঐতিহ্যের অনবদ্য সমাহার

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে নদীবেষ্টিত ও ভাওয়াইয়া সংগীত সমৃদ্ধ সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে। অনুষ্ঠানটির মঞ্চ নির্মাণ করা হয় প্রায় দেড় শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে।

উত্তরাঞ্চলের প্রাণের গান ভাওয়াইয়া কেন্দ্র করে এই পর্বে ফুটে উঠেছে কুড়িগ্রামের মানুষের জীবন, ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য। ‘ইত্যাদি’র প্রাণপুরুষ হানিফ সংকেত জানান, এই পর্বে কুড়িগ্রামের সংগীত, মানুষ ও ঐতিহ্যকে কেন্দ্র করেই সাজানো হয়েছে অনুষ্ঠানটির বিভিন্ন পরিবেশনা।

অনুষ্ঠানের শুরুতে মনিরুজ্জামান পলাশের কথায় কুড়িগ্রামের ইতিহাস ও কৃষ্টিকথা নিয়ে একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন স্থানীয় অর্ধ শতাধিক নৃত্যশিল্পী। কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ, কণ্ঠ দিয়েছেন রাজিবতানজিনা রুমা। গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীত পরিচালনা করেছেন মেহেদী। এছাড়া ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীনের গাওয়া বিখ্যাত গান ‘ও কি গাড়িয়াল ভাই’ নতুনভাবে পরিবেশন করেছেন সালমা আক্তারপূর্ণচন্দ্র রায়

দর্শকপর্বে স্থানীয় দর্শকদের অংশগ্রহণে কুড়িগ্রাম ও ভাওয়াইয়া সংগীত নিয়ে প্রশ্নোত্তর ও সুরের খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রতিবেদনে উঠে এসেছে কুড়িগ্রামের ঐতিহাসিক স্থান ও ব্যক্তিত্বদের গল্প—মহারাণী স্বর্ণময়ী, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বীর প্রতীক তারামন বিবি, এবং চিলমারী নদী বন্দরসহ মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস।

বিশেষ প্রতিবেদনে স্থান পেয়েছে প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী ভূপতি ভূষণ বর্মা প্রতিষ্ঠিত বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি। তিনি ও তার শিক্ষার্থীরা এই পর্বে একটি ভাওয়াইয়া গান পরিবেশন করেন।

২০১১ সালে প্রচারিত ‘ইত্যাদি’তে আলোচিত কুড়িগ্রামের কর্মউদ্যোগী যুবক আব্দুল কাদেরের ওপর ফলোআপ প্রতিবেদনও দেখানো হবে। পাশাপাশি চরাঞ্চলের জীবন-জীবিকা, সম্ভাবনা এবং চিলমারীর রিকতা আখতার বানু (লুৎফা) বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় নিয়ে রয়েছে মানবিক প্রতিবেদন।

বিদেশি প্রতিবেদনে থাকছে আধুনিক স্থাপত্যশৈলী ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিঙ্গাপুরের সেন্ট জনস আইল্যান্ড ও রহস্যময় কুসু দ্বীপ

অনুষ্ঠানে আরও থাকছে ‘কাশেম টিভি’র সাংবাদিক ও নাতির হাস্যরসাত্মক সংলাপ, নিয়মিত চিঠিপত্র পর্ব, এবং সামাজিক অসংগতি ও সমসাময়িক বিষয়ের ওপর নাট্যাংশ।

পর্বটিতে অভিনয় করেছেন সোলায়মান খোকা, আব্দুল আজিজ, আবদুল্লাহ রানা, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, মুকিত জাকারিয়া, আমিন আজাদ, শাহেদ আলী, আশরাফুল আলম সোহাগ, তারিক স্বপন, নিপু, আবু হেনা রনি, শাওন মজুমদার, সাবরিনা নিসা, রিমু রোজা খন্দকার, সাদিয়া তানজিন, সুজাত শিমুল, হানিফ পালোয়ান, নজরুল ইসলাম, সূচনা শিকদার, রাজীব সালেহীন, বেলাল আহমেদ মুরাদসহ অনেকে।

বরাবরের মতো শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম। পর্বটি ৩১ অক্টোবর শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে

‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!