1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

সাবেক মেয়র আইভী দুই দিনের রিমান্ডে

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে দুই দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৮ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার সজল মিয়া হত্যা মামলায় ডা. আইভীকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দীন কাদিরের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তার ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

একই সঙ্গে ফতুল্লা থানার একটি হত্যাচেষ্টা মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করলে সেটিও মঞ্জুর করেন আদালত। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন।

আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ডা. সেলিনা হায়াৎ আইভীর ভার্চ্যুয়াল উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!