
উৎসবমুখর আয়োজনে যশোরে উদযাপিত হচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী ‘জাগরণের ৫০ বছর’। প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে বুধবার (৭ জানুয়ারি) দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
সকাল সাড়ে ৯টায় ৫০ জন শিল্পীর অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর ৫০ জন সুবিধাভোগীর মাধ্যমে ৫০টি পায়রা অবমুক্ত করা হয়। একইসঙ্গে কবুতর ও বেলুন উড়িয়ে শুরু হয় বর্ণাঢ্য ‘জাগরণ শোভাযাত্রা’।
অনুষ্ঠানে জাগরণী চক্র ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি খন্দকার কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সংস্থার নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু। সুবর্ণজয়ন্তীর থিমসং ও নৃত্য পরিবেশনের পর শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে জাগরণী চক্র ফাউন্ডেশনের কার্যালয়ে ‘জাগরণ বৃক্ষ’ (ছাতিম গাছ) রোপণ করা হয়। এ সময় সংস্থার প্রতিষ্ঠাতা ও অতিথিবৃন্দকে সম্মাননা প্রদান করা হয়। পরে পাশের স্থানে আর্ট ক্যাম্প ও ‘গল্প কথা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা স্মৃতিচারণ করেন।
উৎসবের পরবর্তী আয়োজনে বিকেল ৪টায় জাগরণী সমাবেশে প্রামাণ্যচিত্র প্রদর্শন, পাঁচজন প্রান্তিক সুবিধাভোগীর জীবনকথা উপস্থাপন, আমন্ত্রিত অতিথি, আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী প্রখ্যাত শিল্পী এবং সংস্থায় ২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত স্টাফ ও তাদের স্ত্রী বা মায়েদের সম্মাননা প্রদান করা হবে।
সন্ধ্যা সাড়ে ৭টায় ব্যঞ্জন থিয়েটারের পরিবেশনায় নাটিকা ‘যশস্বী আর্যপুত্র’ মঞ্চায়নের মধ্য দিয়ে শুরু হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসবের সমাপ্তি ঘটবে আতশবাজির ঝলকানিতে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply