1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতে ৫ আগস্ট সারাদেশে গণমিছিল করবে জামায়াত

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫

জুলাই মাসের ঐতিহাসিক ছাত্র-গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আগামী মঙ্গলবার (৫ আগস্ট) সারাদেশে শান্তিপূর্ণ গণমিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির সফল বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, মাসব্যাপী পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামীর সকল জেলা ও মহানগরী শাখাকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে গণমিছিল আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিবৃতিতে তিনি বলেন, “জুলাইয়ের ছাত্রজনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী স্মরণে এই কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশব্যাপী জনসম্পৃক্ত এই কর্মসূচি সাফল্যের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।”

তিনি দেশের সব নাগরিককে গণমিছিলে অংশগ্রহণের অনুরোধ জানান এবং শান্তিপূর্ণ কর্মসূচি পালনে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!