1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১০:২১ অপরাহ্ন

যশোরের বাঘারপাড়ায় মির্জাপুর মহিলা কলেজের সভাপতি বিশিষ্ট সাংবাদিক সিরাজ

মোঃ ওবাইদুল হক, যশোর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

নিজ এলাকা বাঘারপাড়ায় সংবর্ধিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক সিরাজুল ইসলাম। উপজেলার মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের নবাগত সভাপতি মনোনীত হওয়ায় তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

গত ৫ জুন প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে ২৮ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কলেজ মিলনায়তনে আয়োজিত নবগঠিত কমিটির পরিচিত সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অধ্যক্ষ তরিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের নবাগত সভাপতি সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, রায়পুর স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নাজমুল হুদা, বন্দবিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন ভূট্টো, বাঘারপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট শিহাবুর রহমান, খাজুরা ইসলামিয়া ফাজিল (স্নাতক) মাদরাসার ক্রীড়া শিক্ষক কাজী কামরুল ইসলাম, অভিভাবক সদস্য বকুল হোসেন, জমির উদ্দীন, আলতাফ হোসেন, শিক্ষক প্রতিনিধি রুহুল কুদ্দুস, জান্নাতুল ফেরদৌস ও টিপু সুুলতান।

সিরাজুল ইসলাম বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের সেকেন্দারপুর গ্রামের বাসিন্দা। ১৯৮৯ সালে খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৯১ সালে কবি নজরুল সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন। পেশাগত জীবনের একসময়ের জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল ওয়ানের বার্তা সম্পাদক ও একই পদে প্রায় দুই যুগ আন্তর্জাতিক গণমাধ্যম রেডিও তেহরানের বাংলা বিভাগে ইরানে কর্মরত ছিলেন সিরাজ। দেশি ও বিদেশি মূলধারার বিভিন্ন গণমাধ্যমে মধ্যপ্রাচ্যের রাজনীতির সমসাময়িক ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে পেয়েছেন ‘মধ্যপ্রাচ্য বিশ্লেষক’ পরিচিতি। সর্বশেষ, গত জানুয়ারিতে এশিয়ান টিভিতে নিউজ অব হেড হিসেবে যোগ দিয়েছেন সিরাজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট