বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সহসভাপতি রিপনুল হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে সারাদেশের সব জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২৯ মে) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আগামীকাল শুক্রবার (৩০ মে) থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে।
এর আগে রিপনুল হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে সংগঠনটি সারা দেশে জুয়েলারি দোকান বন্ধের ঘোষণা দিয়েছিল। তবে পরে আলোচনার পরিপ্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহার করে তারা দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেয়।