1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন

ঝালকাঠিতে চিকিৎসা বিড়ম্বনা

মোঃ মুজাহিদুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫

ঝালকাঠির সদর হাসপাতালে করোনা উপসর্গের রোগি এলেও কিট সংকটে হচ্ছে না করোনা টেস্ট।এতে করোনা উপসর্গ দেখা দিলেও কিট অভাবে চিকিৎসা স্থগিত থাকায় চরম বিপাকে ভুক্তভোগীরা। হাসপাতাল সূত্রে জানা গেছে বর্তমানে র‍্যাপিড এন্টিজেন কিট না থাকায় কোন ধরণের করোনা টেস্ট করা যাচ্ছে না।ফলে উপসর্গ থাকা রোগিদের বাসায় থেকেই চিকিৎসা নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

হাসপাতালের একজন চিকিৎসক নাম না প্রকাশের শর্তে জানান উপসর্গ নিয়ে রোগিরা হাসপাতালে এলেও কিটের অভাবে পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। কেবল উপসর্গ দেখে প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে। পরীক্ষা বিহীন চিকিৎসায় ঝূঁকি বাড়ছে।হাসপাতালের সূত্রে জানা গেছে যে ৫০০০ কিটের আবেদন করা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।কিট সরবরাহ হলে আবারও স্বাভাবিকভাবে টেস্ট শুরু হবে।

সংকটাপন্ন পরিস্থিতি মোকাবিলায় ঝালকাঠি সদর হাসপাতালে ২০ শয্যার একটি আইসোলিউসন ইউনিট গঠন করা হয়েছে।সাধারণ রোগীদের অনেকে বলছেন জ্বর গলা ব্যথা নিয়ে হাসপাতালে গেলেও টেস্ট না পেয়ে ফিরে আসতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে কিট এলে পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে এর আগে জনগনকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!